Advertisement

এই শীতে ঘুরে আসুন কাট্টলী বিল থেকে

SD
কীভাবে যাবেন
ঢাকা থেকে দীঘিনালার উদ্দেশে বেশ কয়েকটি নৈশকোচ ছেড়ে আসে। শীতাতপনিয়ন্ত্রিত চেয়ারকোচও আছে। রয়েছে ঢাকা থেকে রাঙামাটির লংগদু পর্যন্ত সরাসরি নৈশকোচ। চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে শান্তি পরিবহনের চেয়ারকোচ আসে। ভাড়া তেমন বেশি নয়। দীঘিনালা বাসস্ট্যান্ডে নেমে ট্যুরিস্ট ক্যাম্পে একটু বিশ্রাম নিয়ে কয়েকজন লংগদুর গাড়িতে বা গাড়ি রিজার্ভ করে লংগদু যাওয়া যায়। জিপ, পিকআপ রিজার্ভ ২ থেকে ২ হাজার ৫০০ টাকা নিতে পারে। লংগদু থেকে ইঞ্জিনচালিত নৌকা আসা-যাওয়া ১ হাজার ৫০০ টাকা নেবে। আর স্পিডবোটে গেলে ৩ হাজার টাকা।

Comments